Risk 1 and 2 for driving licence

Posted by

Risk 1 and Risk 2আমার অভিজ্ঞতা, গত মাসে রিস্ক ১ করতে ক্লাসে ঢুকলাম তারপর তিন ঘন্টা হা করে বসে শুনলাম টিচার কি বলে, ভাগ্যিস মুখে মাক্স ছিল তাই মশা মাছি মুখের মধ্যে যেতে পারে নাই। ৫0 শতাংশ মাথায় ঢুকলো বাকি 50 ভাগ মাথার উপর দিয়ে গেল কারণ আমি সুইডিশ বুঝিনা। তারপর পাশ করে গেলাম ফাঁকা মাঠে গোল দেয়ার মত। খরচ হল 500 sekরিস্ক 2, স্কুলের গাড়িতে করে চলে গেলাম গন্তব্যস্থলে, 1 ঘন্টা লেকচার দিল, কি কি হতে পারে সামারে এবং শীতকালে। তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর তিনজন করে গ্রুপ করল। আমাদের গ্রুপ ছিল সবার পরে। প্রায় 1 ঘন্টা পরে আমাদের গ্রুপের কার্যক্রম শুরু হল। আমি ভয় পাচ্ছিলাম কিযে হয় কারণ আমি গাড়ি চালাতে পারি না, শুধুমাত্র একটু আকটু ব্যালেন্স রাখতে পারি । যাইহোক মাঠে যখন নেমেছি খেলা তো খেলতেই হবে পালাবার কোন উপায় নেই। অনেক বাঙালি ভাইদের কাছে শুনেছি গ্রুপের মধ্যে পারফরম্যান্স সবার পরে করাই ভালো, প্রথমজনের ঝামেলা হয়। আমাদের গ্রুপে ছিল দুইজন মেয়ে আর আমি। মেয়ে দুইটা হুড়মুড় করে গাড়ির পেছনের সিটে বসে পরলো, তাই আমাকে বাধ্য হয়ে সামনের সিটে টিচারের পাশে গিয়ে বসতে হলো, হায় রে হতভাগা কি যে হবে ! যাই হোক শুরু হলো একশন, প্রথমে টিচার নিজে করে দেখালো। তারপরেই আমার বেলা, মামু ফাইসা গেছি। প্রথম কাজ সিট বেল্ট ভালো করে লাগিয়ে নিলাম, তারপর গাড়ি 70 কিলোমিটার গতি তুললাম, টিচার বলল স্টপ করো, আমি শক্ত করে ব্রেক করলাম, তারপর মনে হলো আমি ফ্যান্টাসি কিংডমের একটা রাইডে উঠছি। দ্বিতীয় কাজ, বরফের উপরে উচ্চগতিতে হার্ট ব্রেক করা। ব্রেক করে মনে হল ছোটবেলায় যখন পিচ্ছিল পিচ্ছিল খেলেছিলাম ঠিক সেরকম। ব্রেক কাজ করে না অনেক দূর যাবার পর গাড়ি স্টপ হয়। তৃতীয় কাজ, বরফের মধ্যে গোল চত্বর ঘুরতে হয় , তখন গাড়ি স্লিপ করে লাইন বিচ্যুত হয়। এ অবস্থায় আমার মনে হয়েছিল ফাস্ট এন্ড ফিউরিয়াস মুভি। চতুর্থ কাজ গাড়ি উচ্চ গতিতে চালিয়ে বরফের মধ্যে ব্রেক করলাম, গাড়ি সিলিপ কাটতে কাটতে পিচঢালা রাস্তায় উঠে গেল সঙ্গে সঙ্গে গাড়ি স্টপ হয়ে হয়ে গেল। কাজের এই ধাপে, আমরা বুঝতে পারলাম বরফের মধ্যে ব্রেকিং ডিস্টেন্স অনেক বেশি কিন্তু পিচঢালা রাস্তায় ব্রেকিং ডিস্টেন্স কম। আমার যতটুকু মনে হয় 10 মিনিট লেগেছিল ফুল পরীক্ষাটা সম্পন্ন হতে। পাশ করে গেলাম খরচ হল 2000 সেক। এটা সম্পূর্ণ আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। অন্যদের ক্ষেত্রে ভিন্ন রকম ঘটতে পারে সেজন্য কর্তৃপক্ষ দায়ী নয়। ধন্যবাদ সবাই ভাল থাকবেন ইনশাল্লাহ।