Treacherous road conditions (রাস্তারভিন্নধর্মীঅবস্থা):

যখন অনেক তুষারপাত হয় তখন বেশিরভাগ লোকই সতর্কতার সাথে গাড়ি চালায়। কিন্তু যখন রাস্তার পিচ্ছিলতা দেখা যায় না তখন সবচেয়ে বেশি বিপদজনক পরিস্থিতি ঘটে।

যখন প্রথম বরফ হয় তখন অনেক লোক Autum এর মত করে গাড়ি চালায় । অপ্রস্তুত ভাবে 90 কিলোমিটার গতিতে যদি গুহার মধ্য দিয়ে গাড়ি চলে তাহলে শেষ পরিণতি খুব ভয়াবহ হবে

জিরো ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় বৃষ্টি রাস্তার স্পর্শে বরফে পরিণত হয় যাকে আমরা Freezing rain বলে থাকি যা খুব বিপদজনক । যদিও মনে হয় স্বাভাবিক বৃষ্টি কিন্তু বাস্তবে এই বৃষ্টি রাস্তা কে খুব পিচ্ছিল করে তোলে ।

Snow tracks

 অনেক গাড়ি চলাচলের কারণে বরফের মধ্যেও ট্রাক বা রাস্তা সৃষ্টি হয় । এই ট্রাকে আমরা সহজেই গাড়ি চালাতে পারি । কিন্তু ট্রাকের বাহিরে গেলে, রাস্তা থেকে সম্পূর্ণ ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে । তাই এই অবস্থায় ওভারটেক করা যাবে না ।

Broad snowploughing (বিস্তীর্ণ তুষারপাত):

প্রচুর তুষারপাত হলে রাস্তার চিহ্ন বা মারকিং দেখা যায় না সেক্ষেত্রে ট্রাকিং দেখে চলতে হয় । আমাদের মনে রাখতে হবে তুষারপাত রাস্তার বাহিরে দিয়ে যেতে পারে অর্থাৎ ট্রাকিং এর পাশে যে তুষারপাত জমে থাকে তার গভীরতা অনেক বেশি হতে পারে, সে ক্ষেত্রে গাড়ি যদি ডান পাশ থেকে বেশি দূরত্বে চলে তাহলে জমে থাকা তুষারপাতের মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে ।

কিভাবে আমরা রাস্তায়  বরফ  বুঝতে পারব:

  • তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে
  • গাড়ির নিচ থেকে কাদা বা পানি ছিটানোর শব্দ না আসলে যদিও দেখে মনে হতে পারে শুধুমাত্র ভেজা রাস্তা
  •  জংশন গুলোতে বরফ সংকুচিত অবস্থায় থাকে যা চাকা দ্বারা পালিশ অবস্থায় থাকে
  • ছায়ার মধ্যে যেখানে সূর্যের তাপ পৌঁছায় না সেখানে থাকা খোকা বরফ থাকতে পারে
  • ছোট বা বড় ব্রিজে বেশি ঝুঁকে রয়েছে কারণ এগুলোর নিচে উপরে বাতাসের দ্বারা বেশি ঠান্ডা হয়ে থাকে

Winter equipment (শীতের সরঞ্জাম):

– 25 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেও অনেকে গৃষ্ম কালীন পোশাক পরিধান করে গাড়ি চালায় কিন্তু প্রচুর তুষারপাতের মধ্যে গাড়ি যদি স্থির হয়ে যায় অথবা স্টার্ট না হয় তাহলে হিটিং সিস্তেম খুব দ্রুত বন্ধ হয়ে যাবে । অন্যদিকে উদ্ধারকারী গাড়ি আসতে দেরি হতে পারে ।  তাই শীতকালে নিচের জিনিস গুলো অবশ্যই সঙ্গে রাখতে হবে

  • উষ্ণ কাপড় ও জুতো (Warm clothes/shoes)
  • মোবাইল ফোন
  • বরফ বেলচা  (Snow shovel)
  • গাড়ি টেনে নেবার দড়ি ( Towline)
  • দূর থেকে দেখা যায় এমন জামা (  High visibility vest )
  • ব্যাটারি কেবল ( Jumper cables )
  • বরফ পরিষ্কার করার ঝাড়ু (Ice scraper)
  • বছরের অন্যান্য সময় গুলোতেও মনে রাখতে হবে

বসন্ত (Spring):

  • বসন্তের শুরুতে রাতে অনেক ঠান্ডা পড়ে ও রাস্তা পিচ্ছিল হয়ে যায়
  • ছায়া বিশিষ্ট জায়গায় বরফের ঝুঁকি থাকে
  • গলন্ত বরফ বিপদজনক

গ্রীষ্মকাল (Summar):

  • খুব গরমের দিনে পিচের মধ্যে থাকা আলকাতরা পিচ্ছিল হয়ে যায়
  • দীর্ঘদিন পর বৃষ্টি হলে রাস্তার উপরে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায় এবং অবশিষ্ট ময়লা দ্বারা রাস্তা পিচ্ছিল হয়ে যায়

শরৎকাল (Autumn):

  • শীতের ঠিক পূর্ব মুহূর্তে প্রথমবার বরফ জমার বিষয়টি নিয়ে সাবধানে থাকতে হবে
  • ট্রাক্টর এবং মিশ্রনকারীদের মাধ্যমে রাস্তায় টেনে নিয়ে যাওয়া ময়লার মাধ্যমে রাস্তা পিচ্ছিল হতে পারে

Source:
https://korkortonline.se/en/theory/winter-icy-roads/

By toihid