ড্রাইভিং লাইসেন্স – বাংলা – পর্ব- 4 (Environment)

Posted by

ড্রাইভিং লাইসেন্স – বাংলা – পর্ব- 4 (Environment)


জলবায়ু এবং পরিবেশের উপর গাড়ির প্রভাব। গাড়ি থেকে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় যা গ্রীন হাউজ ইফেক্ট এর জন্য দায়ী। অতএব পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে জলবায়ু মাত্রা বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তন হয়ে যাবে।


জলবায়ু পরিবর্তন প্রভাব হিমবাহ গলে গুরুতর বন্যা সৃষ্টি হবে। কিছু কিছু ফসল সামান্য তাপমাত্রা বৃদ্ধিতে উৎপন্ন হয় না, ফলে কৃষিকাজ ব্যাহত হবে। রোগজীবাণু গরমে খুব দ্রুত বিস্তার লাভ করবে। পৃথিবীর একটিং বড় অংশের জনসংখ্যা হিমবাহের গলন্ত পানি পান করে, তাই হিমবাহ দ্রুত গলে গেলে ওই সকল মানুষ পানযোগ্য পানি পাবেনা। অন্যদিকে এই সকল মানুষ অন্য দেশে অনুপ্রবেশ করতে বল প্রয়োগ করবে তাতে সৃষ্টি হবে সংঘাত এবং যুদ্ধ। প্রভাব কমানোর উপায় প্রথমত পরিবেশবান্ধব বা ইকো ড্রাইভ করতে হবে
পরিবেশবান্ধব গাড়ি ক্রয় করতে হবে। নতুন গাড়ি পুরান গাড়ির চেয়ে ভালো।

পরিবেশবান্ধব ডিটারজেন্ট দিয়ে গাড়ি পরিষ্কার করতে হবে। চাকার হাওয়া সঠিক মত দিতে হবে। সর্বোপরি অপ্রয়োজনীয়’ যন্ত্রাংশ পরিহার করতে হবে যেমন গাড়ি ছাদের বক্স।