Driving on a country Raod (গ্রামের রাস্তায় গাড়ি চালাবার নিয়ম)

গ্রামে শহরের মতো ভালো অবকাঠামো থাকে না এবং অধিক গতির কারণে আমাদেরকে sefty margin মানতে হবে

ডানে মোড় নেবার নিয়ম :

  • সঠিক সময়ে ইনডিকেটর চালু করতে হবে
  • ধীরে ধীরে গাড়ির গতি কমাতে হবে
  • যদি ভালো ভাবে দেখা যায় তাহলে মোড় নাবের পূর্বে সলিড লাইনে গিয়ে মোড় নেয়া ভালো যাতে করে পিছনের গাড়ি সহজে চলে যেতে পারে।

বামে মোড় নেয়া সবচেয়ে বিপদজনক কারণ :

  • গতি অনেক বেশি থাকে
  • motorway এর মত সিকিউরিটি থাকে না

বামে মোড় নেওয়ার নিয়ম: 

  • ব্যস্ত সময় গাড়ি গুলোর মধ্যে খুব কম দূরত্ব থাকে তাই বামে মোড় নেয়া কঠিন। সেই ক্ষেত্রে সোজা গিয়ে সুবিধামতো ইউটার্ন নিয়ে ফিরে এসে ডানে মোড় নিয়ে অনেক সহজ।
  • যদি পর্যাপ্ত দূরত্ব থাকে তাহলে লেফট ইন্দিকেটর চালু করে যতটুকু সম্ভব সেন্ট্রাল লাইন এর কাছে যেতে হবে।  এতে করে পেছনের গাড়ি গুলো বুঝতে পারবে যে আমি বামে মোড় নিতে যাচ্ছি।  অন্যদিকে আমার গাড়ি যদি মাঝামাঝি দিয়ে চলার সময় বামে মোড় নেয় তাহলে পেছনের এবং overtaking করা গাড়ির সাথে এক্সিডেন্ট হতে পারে
  • গাড়ি থামানো এড়িয়ে যেতে হবে, ধীরে ধীরে গতি কমিয়ে নিতে হবে যাতে করে বামে মোড় নেবার পূর্বে পর্যাপ্ত জায়গা পাওয়া যায়। যদি থামাতে হয় তাহলে বাম দিকে চাকা ঘুরিয়ে রাখা যাবে না কারণ যদি কোন গাড়ি পেছন থেকে আঘাত করে তাহলে নিজের গাড়িতে বাম লেনে চলে যাবে ও গুরুত্ব এক্সিডেন্ট হতে পারে
  • মোড়ের দিকে মনোযোগ দিতে হবে। মোর ঘোরার সময় চলমান যানবাহনের দূরত্বের দিকে মনোযোগ দেয়া খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই ফার্স্ট ইয়ারে মোর ঘোরাতে হবে এবং আস্তে আস্তে গতি বৃদ্ধি করতে হবে চলন্ত রাস্তার মাঝে ইঞ্জিন বন্ধ হওয়া খুব বিপদজনক
  • স্প্যানিশ টার্ন ব্যবহার করা যেতে পারে যেখানে ডান দিকে এক্সিট করে রোড অতিক্রম করা হয় 

গ্রামের  রাস্তাগুলোতে সাধারণত চালকদের মাঝে কম দূরত্ব বজায় রাখতে দেখা যায়।  সঠিক দূরত্ব বজায় রাখতে নিচের নিয়মগুলো অনুসরণ করা যেতে পারে:

  • তিন সেকেন্ড রুলস: সামনের গাড়ি যখন কোন রোড সাইন অতিক্রম করবে তখন কাউন্টিং শুরু করতে হবে আবার যখন নিজের গাড়িটি ওই রোড সাইন অতিক্রম করবে তখন কাউন্টিং স্টপ করতে হবে এবার যদি কাউন্টিং 3 এর কম হয় তাহলে খুব কম দূরত্ব বিদ্যমান সে ক্ষেত্রে গাড়ির স্পিড একটু কমাতে হবে.
  • reflective verge পোস্টস: তিনটি  সাদা রিফ্লেক্টিভ পোস্ট এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গ্রামের রাস্তায় safe distance বা নিরাপদ দূরত্ব।
  • km / h to meter rules: 90 km /m স্পিড এর জন্য ৯০ মিটার হচ্ছে safe distance বা নিরাপদ দূরত্ব।

যদি পিছনের গাড়ি খুব কাছাকাছি থাকে তাহলে নিচের নিয়মগুলো মেনে চলতে হবে

  • সামনে দাঁড়িয়ে থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে
  • হ্যান্ড ব্রেক করা যাবে না
  • পার্কিং স্পেস এগিয়ে পিছনের গাড়িটিকে যেতে দিতে হবে

অন কামিং গাড়ি আসলে

  • যতটুকু সম্ভব ডান সাইডে চালাতে হবে
  • প্রথম গাড়িটি পাসিং space এ এসে থামবে
  • কোন obstacle থাকলে obstacle পাশের গাড়িগুলো থামবে ও অপেক্ষা করবে

রাস্তার কাজ চলাকালীন সময়ে

  • ধীরে গাড়ি চালাতে হবে
  • কর্মীদেরকে তাদের কাজ করতে দিতে হবে
  • ডিভিশন আইন মানতে হবে সাইন
  • অস্থায়ী কমলা ও হলুদ রঙের সাইটগুলোকে সাধারণ নিয়মের চেয়ে বেশি প্রাধান্য দিতে হবে
Private road : প্রাইভেট রোড সাইন থাকলে নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে
  • রোডের অবস্থা খারাপ থাকতে পারে
  • রোড সিগনাল থাকবেনা
  • রোড সরু হবে
  • খুব তীক্ষ্ণ মোর থাকবে
Horses: রাস্তায় ঘোড়া চলাচল দেখলে নিচের নিয়মগুলো মানতে হবে
  • গাড়ির স্পিড কমাতে হবে
  • বেশি স্পেইস রাখতে হবে
  • হর্ন বাজানো যাবে না
  • বিরক্ত করা যাবে না
  • acccelerate smooth ভাবে ব্যবহার করতে হবে যাতে করে ইঞ্জিন থেকে বিকট শব্দ না হয়

*********** অনেক নতুন চালক গাড়ি চালায় তাই Eye contact খুব  গুরুত্বপূর্ণ

By toihid

Leave a Reply