গাড়ি চালানোর সময় হঠাৎ সামনে একটা হরিণ আসে দাঁড়ালো। এমন অবস্থায় সদ্ধান্ত নিতে সাধারণত ০.০২ থেকে ২ সেকেন্ড সময় লাগে যেটাকে বলে reaction টাইম , এই সময়ে গাড়ি যত দুরুত্ব অতিক্রম করবে সেটা হলো reaction  distance যখন থেকে আমরা break করা শুরু করি এবং গাড়ি যে দুরুত্বে গিয়ে থামে সেটি হলো breaking distance . 

Stopping distance = Reaction distance + breaking distance

উদহারণ :

একটি গাড়ি ৯০ km বেগে চলন্ত অবস্থায় একটা হরিণ দেখতে পেলো তখন তার  reaction time ছিল ১ সেকেন্ড।  তাহলে  reaction এবং stopping  distance  কত ?

সূত্র : reaction  distance = শেষ সংখ্যা বাদে গতি * reaction  time * ৩  মিটার

                                     = ৯ * ১*৩ = ২৭ মিটার প্রায়

সূত্র : Breaking  distance = শেষ সংখ্যা বাদে গতি * শেষ সংখ্যা বাদে গতি * ০.৪  মিটার

                                     = ৯ * ৯ * ০.৪ = ৩২.৪ মিটার প্রায়

সূত্র : stopping distance = reaction distance + breaking distance                                       = ২৭ + ৩২.৪ = ৫৯.৪ মিটার প্রায়

By toihid